নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার আটপাড়া তেলিগাতী ইউনিয়নের কাচারপুর গ্রামের ওমর ফারুকের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী
আজ ২৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর ১২ টায় তেলিগাতী বাজারে সিএনজি স্ট্যান্ডে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। নিহত ওমর ফারুকের ছোট ভাই শেখ সাদির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ খান সেতু , উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন শান্ত, নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাফায়েত খান সাকু ও তেলিগাতী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম সাগর, তেলিগাতী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফয়সাল হাসান আবির, নিশাত খান বাপ্পা, আব্দুর রউফ প্রমুখ
মানববন্ধনে নিহত ওমর ফারুকের ভাই শেখ সাদি বলেন আজ ১২ দিন হয়ে গেল আমার ভাইকে যারা হত্যা করছে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ প্রশাসন যদি আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে না পারে তাহলে আমরা অন্যতায় কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দিবো
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ খান সেতু বলেন মোতালেব মাস্টারের নির্দেশে বিক্কু মিয়া ও রশিদ মিয়া আমার ভাই ওমর ফারুক কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে এই হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও কঠোর বিচারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা