মোঃ জান্নাতুল নাঈম,বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার যুবদলের সিনিয়ির সহ-সভাপতি রনি মিয়ার বাসভবনে গত ২৪শে ফেব্রুয়ারী সন্ধ্যায় ককটেল ও পেট্রোল বোমা হামলার ঘটনায় শিবগঞ্জ থানায় ৯ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় আহত যুবদল নেতা রনি মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করে। মামলার আসামিরা হলেন, পিয়াল (৫৫), লিপি বেগম (৩৫), এনামুল হক (৪৫), অমিত হাসান (৩৫), বিদ্যুৎ (৩২), তোফা (৫৫), সাগর (৩৫), মোকাররম হোসেন খোকন (৩২), হারুনুর রশিদ (৫০)। এ মামলায় ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।