1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শান্তিগঞ্জে কলিম উদ্দিন আহমদ মিলনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল মলদ্বারে বাতাস ঢুকিয়ে শিশুকে হ,ত্যা ঝিনাইগাতীতে বিদেশী মদ সহ অটোরিক্সা জব্দ মতলব উত্তরে আদালতের নিষেধাজ্ঞায় স্থাপনা নির্মাণ স্থগিত  গফরগাঁওয়ে মশাখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃ ত্যু বাংলাদেশ না পারছে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদেরকে এড়িয়ে যেতে’ চোর, ডাকাত ও ঘুসখোরদের হজ আল্লাহ কবুল করেন না’ধর্ম উপদেষ্টা পুলিশের হাতে ডিবি পুলিশ আটক মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাবির মিয়া ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন  বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে নবজাতক শিশুর মৃ,ত্যু

গোপালগঞ্জে টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক কামরুজ্জামান

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

গোপালগঞ্জ জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে আজ রোববার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ পৌরসভার হলরুমে প্রায় সাত শতাধিক উপকারভোগীদের মাঝে টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) বিশ্বজিৎ কুমার পালের সভাপতিত্বে টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্য আব্দুল কাদের সরদার, গোপালগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্বর্ণেন্দু শেখর বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পৌরসভার ৯ ও ১১ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান বলেন, দেশের স্বল্প আয়ের মানুষের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভর্তুকি মূল্যে ডিলারদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, চিনি, ছোলা এগুলো বিক্রি করে চলেছেন। ন্যায্য মূল্যের এই পণ্যগুলো যেন সঠিকভাবে ঐ সকল প্রকৃত সুবিধাভোগীদের নিকট সঠিক ভাবে পৌঁছায় তার জন্য টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে সরকার। গোপালগঞ্জ পৌরসভায় টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে। আজকে যারা এ কার্ড পেয়েছেন ভবিষ্যতের জন্য তারা এ কার্ডগুলো সংরক্ষণ করবেন।কার্ডটি যেন না হারায়। টিসিবি’র এ স্মার্ট ফ্যামিলি কার্ডগুলো তৈরিতে শুরু থেকে শেষ পর্যন্ত যথেষ্ট স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে। এরপরও যদি জানামতে কোন অসচ্ছল বা স্বল্প আয়ের লোক বাদ পড়েন তাহলে অবশ্যই পৌরসভায় যোগাযোগ করবেন। পর্যায়ক্রমে তাদেরকেও টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এছাড়া তিনি সুবিধাবীদেরকে প্রতিটি পণ্য সঠিকভাবে ডিলারের নিকট থেকে বুঝে নেওয়ার পরামর্শ দেন সেই সাথে ডিলারদেরকে সততা ও নিষ্ঠার সাথে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড প্রাপ্ত সুবিধাবীদের নিকট সরকার প্রদত্ত ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রির অনুরোধ জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও স্থানীয় বিভাগের উপপরিচালক (উপসচিব) বিশ্বজিৎ কুমার পাল।

উল্লেখ্য, পৌরসভায় প্রায় দশ হাজার ব্যক্তি টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করেছেন। তাদের আবেদন যাচাই-বাছাই সাপেক্ষে পরবর্তীতে টিসিবির স্মার্ট কার্ড তৈরি করে তা বিতরণ করা হবে। অনুষ্ঠান শুরুর আগে প্রথমে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ রেজাউল করিম। পরে পবিত্র গীতা থেকে পাঠ করেন নাড়ু গোপাল সরকার।

এ সময় গোপালগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল হাসান, নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সমাজ উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী মোল্লা, পৌর প্রশাসকের একান্ত সহকারী মাহফুজুর রহমান লাবলু, উপকারভোগী সাত শতাধিক নারী-পুরুষ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট