গতকাল সন্ধায় উলিপুর রিপোর্টার্স ইউনিটি ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক গঠিত হয়। সভায় সকল সাংবাদিকদের উপস্থিতিতে মো: মমিনুল ইসলামে উলিপুর প্রতিনিধি দৈনিক আমার দেশ কে আহবায়ক ও দৈনিক বায়ান্নয়র আলোর স্টাফ রিপোর্টার আব্দুল মান্নানকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। উক্ত কমিটির ১ নং যুগ্ম আহবায়ক আবু রায়হান আলী দৈনিক প্রলয় উলিপুর প্রতিনিধি স্বপন কুমার সাহা যুগ্ম আহ্বায়ক উলিপুর প্রতিনিধি দৈনিক দাবানল সদস্য হিসাবে যথাক্রমে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন উলিপুর প্রতিনিধি দৈনিক নব চেতনা,মো: জেয়াদুল হক উলিপুর প্রতিনিধি দৈনিক সন্ধ্যার বাণী,সাকিল উলিপুর প্রতিনিধি দৈনিক অর্জন,,লতিফুল নয়ন ফারাজী উলিপুর প্রতিনিধি দৈনিক প্রভাতী বাংলাদেশ, আনিসুর রহমান উলিপুর প্রতিনিধি দৈনিক নব দিগন্ত, সাহিনুল ইসলাম উলিপুর প্রতিনিধি দ্য ডেইলি মেসেঞ্জার, ফারুক মিয়া নির্বাহী সন্পাদক উত্তরবঙ্গের সংবাদ।