স্টাফ রিপোর্টোর সৈয়দ শিহাব উদ্দিন মিজান
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটারগান ও হ্যান্ড গ্রেনেডসহ আটক – ১ প্রসঙ্গে?
শুক্রবার (০৭ মার্চ) দিবাগত রাত পৌনে ১টা থেকে ভোররাত পৌনে ৩টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর ১৭ সদস্যের আভিযানিক টিমের নের্তৃত্ব দেন ( ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী) লেফটেন্যান্ট কর্ণেল মোঃ জয়নুল আবেদীন।
অভিযানে উপজেলার নারুয়া ইউনিয়নের বিশ্বাসপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ শামছুল বিশ্বাস (৪০)কে আটক করে। এসময় তার নিকট থেকে একটি ওয়ান শুটারগান ও ৪টি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।
আটককৃত শামছুল বিশ্বাস নারুয়া ইউনিয়নের বিশ্বাসপাড়া গ্রামের মোঃ সাদেক বিশ্বাসের ছেলে।
উক্ত শামছুলকে আইনি কার্যক্রমের জন্য রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বালিয়াকান্দি থানায় মামলার প্রস্তুতি চলছে।