মোঃ আলামিন হোসেন
গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলার কামদিয়া ইউনিয়নে খেলতে গিয়ে পানিতে পরে আবরার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) নামাজের সময় কামদিয়া ইউনিয়নের দিঘীরহাট চকমানিকপুর গ্রামে কাউড়াগারি কবরস্থানের পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পরে মৃত্যু হয়।
মৃত আবরার (৬) চকমানিকপুর গ্রামের মৃত মোস্তফা ফকির’র একমাত্র নাতি, মোঃ রায়হান ফকিরের একমাত্র সন্তান।মৃতের জানাজায় নামাজ আসর পরে অনুষ্ঠিত হবে।