মো: মাকিদ হায়দার বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা তাহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা প্রমুখ।
এছাড়াও এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন বিরামপুর থানার প্রতিনিধি এস.আই দুলু মিয়া, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আরিফুল ইসলাম, NGO প্রতিনিধিগণ, উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। সভায় মূল বিষয় উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তাহাজুল ইসলাম।
আগামী শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রে এ কর্মসূচি চলবে। ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার ৭টি ইউনিয়নে ১ হাজার ৪৪০ জন শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১১ হাজার ৬৭০ জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪০০ শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ হাজার শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলার ৭টি ইউনিয়নের ২১টি ওয়ার্ডের ১৬৮টি কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ১৬৯টি কেন্দ্রে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে মোট ৩৩৮ জন স্বেচ্ছাসেবী ও প্রতি পুরাতন ওয়ার্ডে একজন করে মোট ২১ জন প্রথম সারির সুপারভাইজার থাকবে।
আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা লুৎফর রহমান বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অন্যান্য ক্যাম্পেইনগুলোর মধ্যে পুরাতন একটি ক্যাম্পেইন। যা অনেক দিন ধরে চলে আসতেছে। এ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আজকের এই অবহিতকরণ ও আলোচনা সভা। সংশ্লিষ্ট সকলকে উপজেলার ১৭ হাজার ৫১০ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার আহ্বান জানান। এর পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।