এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।
সোমবার(১৭ মার্চ) ২৫ খ্রিঃ রাঙ্গামাটি সদরস্থ লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের,০৬ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বাবুল হোসেন এর ছেলে,মো: জাবেদ(২০)।
আজ দুপুর ০১:০০ ঘটিকার সময় নিঝ জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন।পারিবারিক সূত্রে জানা যায়,
জাবেদ সকালে পরিবারের সদস্যদের সাথে, তাদের নিজ জমিতে কৃষি কাজ করছিলেন, এই সময় হঠাৎ গুটি গুটি বৃষ্টি এবং বজ্রপাতের আলামত শুরু হয়,এক পর্যায়ে বজ্রপাতে স্পর্শ হয়ে জাবেদ মাটিতে লুটিয়ে পড়লে
তাকে লংগদু সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়
পরে কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির, পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরো বলেন ছেলেটির শরীরের বিভিন্ন স্থানে বজ্রপাতে অর্ধশত ভাগ পুড়ে গেছেন।