1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
কেসিসির ১১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর খালেদ গ্রেফতার।  কুয়েট সিন্ডিকেটের সভায় ৩৭ জন শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে, সিদ্ধান্ত প্রত্যাখ্যান শিক্ষার্থীদের হাজারো ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন হাজী মোঃ দুরুদ মিয়া নড়াইলে প্রাইভেট কার এবং মোটরসাইকেলের কাগজ ট্রাফিক পুলিশ চেক করছে জামিন মুক্তি পেলেন সাবেক ছাত্রদল নেতা জাকির খান পিরোজপুরের নাজিরপুরে চাঁদা চাওয়া নিয়ে সংঘর্ষে বি এন পির  ১১ জন আহত বাংলা নববর্ষ; ১লা বৈশাখ ১৪৩২ বাংলা  সোনালী লাইফ ইন্সুরেন্স এর বার্ষিক বনভোজন চট্টগ্রামে অনুষ্ঠিত রুপাতলী বাজারে প্রথম দিনেই অতিরিক্ত খাজনা আদায় বর্ণাঢ্য আয়োজনে কালিহাতীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

বাগেরহাটে সাংবাদিকের মৎস্য ঘের দখলের চেষ্টা, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর

সজিব শিকদার জেলা প্রতিনিধি[ বাগেরহাট ]
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

সজিব শিকদার জেলা প্রতিনিধি[ বাগেরহাট ]

বাগেরহাট প্রেসক্লাবের ক্রিয়া সম্পাদক সাংবাদিক আলামিন খান সুমনের মৎস্য ঘের দখলের চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। সোমবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের রাধাবল্লব গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় সাংবাদিক আল আমিন খান সুমন বাগেরহাট মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এরপর থেকে সন্ত্রাসীরা সাংবাদিক সুমনকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সম্মানহানি করে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রাধাবল্লব গ্রামের ১৭ বিঘার একটি মৎস্যগের দীর্ঘদিন ধরে তিনি লিজ নিয়ে ব্যবসা করে আসছেন। কিন্তু গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বাগেরহাট আলিয়া মাদ্রাসা রোড এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাকির শেখ, আরাফাত ও রাধাবল্লব গ্রামের আয়েজ শেখ দখলের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে মঙ্গলবার দুপুরে জাকির আরাফাত ও আয়েজসহ তাদের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে ঘেরে মাছের পোনা ছেড়ে দখলের চেষ্টা চালায়।এ সময় সাংবাদিক সুমন খান বাধাু দিতে গেলে তাকে মারপিট করতে এগিয়ে আসেন সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ খবর পেয়ে স্থলে ছুটে আসে।সন্ত্রাসীরা পুলিশের সামনেই প্রকাশ্যে সাংবাদিক আল আমিন খান সুমনকে হত্যার হুমকি দেয়। এক পর্যায়ে মৎসঘের দখলে ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা বাগেরহাট পাসপোর্ট অফিস সংলগ্ন সাংবাদিক আলআমিন খান সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। এদিকে, সাংবাদিক আলআমিন খান সুমনকে হত্যা চেষ্টা ও তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সকল সাংবাদিকবৃন্দ। বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান, সাংবাদিক আল আমিন খান সুমনের মৎস্য ঘের দখল চেষ্টা ও তার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ বিষয়ে এর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট