মোঃ সুজন আহম্মেদ পাবনা জেলা প্রতিনিধি
২০/০৩/২৫ তারিখ ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বাজারের পাঁচটি দোকানে পণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, পণ্যে ব্যবহৃত উপাদান না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ আইনের ২০,৫০০/- টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআই এর ফিল্ড অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর ও ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন এবং পর্যবেক্ষণ করেন শরত নগর বাজারের দশটি দোকানে প্রত্যেকটি দোকানে গিয়ে সেনিটাইজার অফিস্যার এবং এসি ল্যান্ড এই ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন বেশ কয়েকটি দোকানে করা হয় মেয়াদ উত্তীর্ণ মালামাল পাওয়া যায় এবং মোল্লা সুইট মিষ্টির দোকানে ঘোল মাঠা মিষ্টি নোংরা পরিবেশ থাকায় এসবগুলোতে কোন ধরনের মেয়াদ এক্সপায়ার ডেট দেয়া না থাকায় জরিমানা করেন জরিমানা করা হয় মেডিকেল শপ এ কিছু ভেজাল স্যালাইন পাওয়া যায় তাদের কেউ জরিমানা করা হয়।
মোঃ সুজন আহম্মেদ
পাবনা জেলা