মোঃ কামরুল হাসান, কক্সবাজার
২০মার্চ সকাল ৬টায় মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের চিকনি পাড়ায় একটি দুর্ধর্ষ ডাকাত দল ডাকাতি করার জন্য প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের একটি চৌকস দল উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন ডাকাত দল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। এমতাবস্থায়, কোস্ট গার্ডের আভিযানিক দল প্রথমে ফাঁকা গুলি বর্ষণ করে ডাকাত দলকে আত্মসম্পর্ণের আহ্বান জানায়। আত্মসম্পর্ণের আহ্বানে সাড়া না দিয়ে ডাকাত দল পুনরায় এলোপাথাড়ি গুলি ছোড়া শুরু করলে ঘটনাস্থলের পাশে থাকা শফিউল আলম (২৮) নামক একজন সাধারণ লবণ ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ প্রেক্ষিতে সাধারণ লবণ ব্যবসায়ী এবং নিজেদের আত্মরক্ষার্থে কোস্ট গার্ড পাল্টা গুলি চালায়। এমতাবস্থায় ডাকাত দল ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ফেলে দ্রুত পালিয়ে যায়। কোস্টগার্ড ঘটনাস্থল হতে অস্ত্র ২টি উদ্ধার করে।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহেশখালী থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে কক্সবাজারে পৃথক অভিযানে ছিনতাই ও অস্ত্র মামলার আসামি এবং ছিনতাই চক্রের সক্রিয় ২ জন সদস্যকে গ্রেফতার করে।
র্যাবের ক্রমাগত ছিনতাইকারী চক্র গ্রেফতার অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যরা কক্সবাজার সদরের বাজার ঘাটা ও লাল দিঘির পাড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাতে র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন বাজারঘাটা ও লালদিঘির পাড় এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের দুর্ধর্ষ সদস্য, পর্যটকসহ ব্যবসায়ীদের আতংক, অস্ত্রসহ সাতটির অধিক মামলার আসামি মোঃ গিয়াস উদ্দিন ও ছিনতাইকারী চক্রের আরেক সদস্য মোঃ সাইয়ান প্রকাশ শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ছিনতাইকারীদের নাম ঠিকানা: ১) মোঃ গিয়াস উদ্দিন নাগু (২৩), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, সাং-পশ্চিম নতুন বাহারছড়া, ৬নং ঘাট, ২নং ওয়ার্ড, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার ২) মো: সাইয়ান প্রকাশ শাহীন (১৭), পিতা-ছালামত উল্লাহ, সাং-পল্লাইন্যা কাটা (ছালামত উল্লাহর বাড়ি), ৬নং ওয়ার্ড, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবত ছিনতাই চক্রের সাথে জড়িত ছিল। গ্রেফতারকৃত ছিনতাই কারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।