1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :

চিতলমারীতে বসতবাড়িতে দফায় দফায় হামলা ও ভাংচুর

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

সজিব শিকদার জেলা প্রতিনিধি (বাগেরহাট) 

বাগেরহাটের চিতলমারীতে তিনটি নীরিহ পরিবারের উপর একটি প্রভাবশালী মহল দফায় দফায় হামলা, ভাংচুর, মারপিট, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১২ টায় ভূক্তভোগী পরিবার গুলো চিতলমারী উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য তুলে ধরেন।

ভূক্তভোগী পরিবার গুলোর পক্ষে মোঃ শাহীন শেখ লিখিত বক্তব্য পাঠ করে জানান, উপজেলার ব্রহ্মগাতী গ্রামের আমিনুর রহমান মামুনের ছেলে সায়হাম রহমান মীম, আমজেদ মোল্লার ছেলে শহীদ মোল্লা ও মোক্তার শেখের ছেলে মোঃ শাহীন শেখ দীর্ঘদিন ধরে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বসবাস করে আসছেন। সম্প্রতি স্থানীয় একটি প্রভাবশালী মহল জোর-জবরদস্তীর মাধ্যমে সন্ত্রাস সৃষ্টি করে তাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে দফায় দফায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি লিখিত ভাবে জানালেও কোন ন্যায় বিচার পাননি।

শাহিন শেখ আরও জানান, গত ০১ মার্চ বিকেল ৫ টার দিকে আরুয়াবর্ণী মধ্যপাড়ার মোঃ জুয়েল শেখ, মিলু শেখ, আবুল খান, আলামিন শেখ ও নুর শেখের নেতৃত্বে ১০-১৫ লোক শহীদ মোল্লার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। শহীদ মোল্লা বাধা দিতে গেলে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে তাকে জিম্মি করে ঘরে থাকা নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার লুট করে ঘরে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আসে।

এ ঘটনার রেশ ধরে দ্বিতীয় দফায় গত ৬ মার্চ সকাল ৯ টার দিকে ওই হামলাকারীরা আবারও দলবদ্ধ হয়ে অতর্কিত ভাবে আড়ুয়াবর্ণী গ্রামের মোশারেফ শেখের নেতৃত্বে ২০-৩০ জন লোক সায়হাম রহমান মীমের বাড়িতে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। এ সময় তাদের বাঁধা দিতে গেলে সায়হাম রহমান মীমের অন্তঃস্বত্ত্বা স্ত্রী লিমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

এ ছাড়া ওই হামলাকারীরা তৃতীয় দফায় গত ১৫ মার্চ বিকাল ৪ টায় মোঃ শাহীন শেখের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা শাহীনের বৃদ্ধ পিতা মুক্তিযোদ্ধা ও প্যারালাইস রোগীকে মারপিট করে ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট করে। এ তিনটি বিষয়ে আলাদা আলাদা ভাবে মামলা করা হলেও হামলাকারীরা প্রতিনিয়িত হুমকি-ধমকি প্রদান করে চলেছে। এ বিষয়ে বর্তমানে তারা তিনটি পরিবার চরম নিরপত্তা হীনতায় রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট