1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শান্তিগঞ্জে কলিম উদ্দিন আহমদ মিলনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল মলদ্বারে বাতাস ঢুকিয়ে শিশুকে হ,ত্যা ঝিনাইগাতীতে বিদেশী মদ সহ অটোরিক্সা জব্দ মতলব উত্তরে আদালতের নিষেধাজ্ঞায় স্থাপনা নির্মাণ স্থগিত  গফরগাঁওয়ে মশাখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃ ত্যু বাংলাদেশ না পারছে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদেরকে এড়িয়ে যেতে’ চোর, ডাকাত ও ঘুসখোরদের হজ আল্লাহ কবুল করেন না’ধর্ম উপদেষ্টা পুলিশের হাতে ডিবি পুলিশ আটক মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাবির মিয়া ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন  বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে নবজাতক শিশুর মৃ,ত্যু

শরণখোলায় ডায়রিয়ার প্রকোপ

সজিব শিকদার জেলা প্রতিনিধি বাগেরহাট 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

সজিব শিকদার জেলা প্রতিনিধি বাগেরহাট 

বাগেরহাটের শরণখোলায় ব্যাপকহারে ডায়রিয়া দেখা দিয়েছে। গত চার-পাঁচদিন ধরে শুরু হয়েছে এই রোগের প্রকোপ। হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে গড়ে ৪০ জনের মতো ডায়রিয়া আক্রান্ত রোগী।

এছাড়া জরুরি ও বহির্বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে প্রতিদিন আরো ৫০ থেকে ৬০ জনকে। মোট কথা ৫০ শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেটিতে ৪০ জন ডায়রিয়া রোগীসহ অন্যান্য মিলিয়ে গড়ে এক শ’ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিতে দেখা গেছে। শয্যাসংকটের কারণে হাসপাতালের মেঝে ও বারান্দায় ঠাঁই হচ্ছে রোগীদের। এতো রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ চিকিৎসকদের কাছে প্রতিদিন আরো শত শত রোগী চিকিৎসা নেওয়ার খবর জানা গেছে। এদের মধ্যে যাদের অবস্থা খারাপ তাদেরকে হাসপাতালে পাঠাচ্ছেন গ্রামীণ চিকিৎসকরা।

হঠাৎ তাপমাত্রা বৃদ্ধি, রমজানে ভেজাল তেলে তৈরী সেহরি ও ইফাতারের খাবার গ্রহন এবং দূষিত পানি পানে অসময়ে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, শুধু ডায়রিয়া রোগীই ভর্তি রয়েছে ৩৮ জন। ডায়রিয়া ওয়ার্ড পুরোটাই রোগীতে ঠাঁসা। মহিলা ওয়ার্ডেও অন্যান্য রোগীর সঙ্গে দেখা গেছে ডায়রিয়া আক্রান্তদের। এসব রোগীর মধ্যে বেশির ভাগই বয়ষ্ক নারী-পুরুষ।

মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের রাহিলা বেগম (৫০) ও নলবুনিয়া গ্রামের মানবরু বেগম (৫৫) জানান, গত বুধবার সকালে তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। আগেরদিন সন্ধ্যায় ইফতারি খাওয়ার পর রাতেই ডায়রিয়ায় আক্রমণ হন তারা।

হাসপাতালের নার্সিং সুপারভাইজার রেবারাণী দেবনাথ জানান, অন্যান্য বছর এমন সময় হাতেগোণা দুই-চার জন ডায়রিয়া রোগী ভর্তি হতো। কিন্তু এবছর এতো চাপ যা, সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া সাধারণ রোগীর চাপতো আছেই। শয্যা সংকুলান না হওয়ায় বারান্দায় বিছানা করে থাকছে ভর্তিরা।

জরুরি বিভাগের চিকিৎসক বিপ্লব সাধক জানান, বিকেল হলে ডায়রিয়া রোগীর চাপ বাড়ে। বেশিরভাগই খারাপ অবস্থায় আসায় তাদের ভর্তি করা হয়। এই সময় ডায়রিয়া রোগীর এতো প্রকোপ অন্যান্য বছর দেখা যায়নি।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আশফাক হোসেন বলেন, প্রতিদিন তিন থেকে চার শ’ রোগী বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। এর মধ্যে গড়ে এক শ’ জনই ডায়রিয়া আক্রান্ত। এবছর হঠাৎ ডায়রিয়া রোগীর চাপ বেড়ে গেছে। যা এর আগে দেখা যায়নি।

ডা. আশফাক হোসেন বলেন, আবহাওয়ার পরিবর্তন, লবণাক্ত ও দূষিত পানি পান এবং রমজানে ভেজাল তেলে তৈরী খাবার খেয়ে বয়ষ্করাই বেশি ডায়েরিয়ায় আক্রান্ত হচ্ছে। রোগীদের চিকিৎসার পাশাপাশি পানি ও খাবার গ্রহনে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, হাসপাতালে যে পরিমান ওষুধ ও স্যালাইন মজুদ আছে তাতে এক সপ্তাহ চলবে। রোগীর চাপ আরো বাড়লে সংকট দেখা দিতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট